এফএনএস : আজ (বুধবার) ০৮ জুন, ২০২২। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর মদিনায় ওফাত (৬৩২)। পুত্র আওরঙ্গজেব পিতা মোগল স¤্রাট শাহজাহানকে ৫ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন (১৬৫৮)। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ঈধষপঁঃঃধ লিখতে শুরু করে (১৭০০)। রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারালের সিংহাসন পুনর্দখল (১৯৩০)। ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু (১৯৪৮)। আর্জেন্টিনায় সামরিক বাহিনীর ক্ষমতা দখল (১৯৭০)। নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত (১৯৮৮)। ৪৪ বছরের মধ্যে চেকোশে−াভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত। ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৯০)। পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১শ লোক নিহত (১৯৯১)। সাইপ্রাসে ৯৯% ভোটার পৃথক তুকী সাইপ্রয়ট রাষ্ট্রের পক্ষে রায় দেয় (১৯৯৫)।