এফএনএস : আজ (সোমবার) ১৩ জুন, ২০২২। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে রবার্ট ক্লাইভের অভিযান শুরু (১৭৫৭)। চীনে বক্সার বিদ্রোহ শুরু (১৯০০)। ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠন (১৯৪৩)। কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিয়ার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থান প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত (১৯৫৩)। আফ্রিকার বর্ণবাদী সরকার কর্তৃক কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজীবন কারাদন্ড প্রদান (১৯৬৪)। ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল (১৯৭৪)। সৌদি বাদশাহ খালেদের ইন্তেকাল। যুবরাজ ফাহদের সিংহাসনে আরোহণ (১৯৮২)। ঢাকা যাদুঘর জাতীয় যাদুঘরে রূপান্তর (১৯৮৩)। রবিস ইয়েলৎসিন রুশ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট (১৯৯১)। কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত (১৯৯৩)।