এফএনএস : আজ (শুক্রবার) ১৭ জুন, ২০২২। খলিফা হযরত ওসমান (রা:) ঘাতকের হাতে নিহত (৬৫৬)। স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কটরানী ম্যার বন্দি (১৫৬৭)। স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তনে কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা (১৫৭৯)। ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে নবাব সিরাজউদদৌলার অভিযান পরিচালনা (১৭৫৬)। বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু (১৭৭৫)। যুদ্ধ ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী নেত্রী বাসির রানী লক্ষীবাইর মৃত্যু (১৮৫৮)। পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন (১৯৫৫)। চীনের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ (১৯৬৭)। পার্লামেন্টে আইন করে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসান (১৯৯১)। দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল প্রতিষ্ঠিত (১৯৯৬)। কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দঃ আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায় (১৯৯৯)।