এফএনএস : আজ (বুধবার) ২২ জুন, ২০২২। দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ (১৩৭৭)। ব্রিটেনে দাসপ্রথা বাতিল (১৫১৯)। সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে স¤্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা (১৫৫৫)। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে- অভিমতের জন্য গ্যালিলিওর বিচার শুরু – (১৬৩৩)। নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত (১৯১৫)। সুভাষচন্দ্র বসুর জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা (১৯৪০)। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনীর রাশিয়া আক্রমণ (১৯৪১)। আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ (১৯৭২)। ইরানী প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত (১৯৮১)। ইরানে ভ‚মিকম্পে ৫ শতাধিক লোক নিহত (২০০২)।