এফএনএস : আজ (সোমবার) ২৭ জুন, ২০২২। কুইবেকের যুদ্ধ শুরু (১৭৫৯)। প্রথম যুগের বিশিষ্ট সাংবাদিক গিরিশচন্দ্র সেনের জন্ম (১৮২৯)। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থ জোসেফ স্মিথ আততায়ীর গুলিতে নিহত (১৮৪৪)। অন্ধ-বধির লেখিকা, মহিয়সী হেলেন কেলারের জন্য (১৮৮০)। সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু (১৯০০)। রাশিয়ায় বিশ্বের প্রথম পরমাণু চালিত বিদ্যুৎ কেন্দ্র চালু (১৯৫৪)। ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির মৃত্যু (১৯৮০)। শ্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু (১৯৯১)।