এফএনএস : আজ (শনিবার) ০২ জুলাই, ২০২২। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় (৭১২)। জার্মানির রাজা হেনরি দ্য ফাউলারের মৃত্যু (৯৩৬)। মন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক আমেরিকার স্বাধীনতা ঘোষণা (১৭৭৬)। মহিশুরের হায়দার আলী ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত (১৭৮১)। আফ্রিকায় ক্রীতদাস প্রথা বিলোপ এবং মাদক ব্যবসা বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্মেলনে ব্রাসেলস চুক্তি পাস (১৮৯০)। আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিক আমেলিয়া ইয়ারহাট রহস্যজনকভাবে বিমানসহ নিখোঁজ (১৯৩৭)। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষর (১৯৭২)। ২০ বছরেরও অধিককাল যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে একীভ‚ত (১৯৭৬)। মক্কার মিনায় সুড়ঙ্গ দুর্ঘটনায় ১৪১৬ হাজীর মৃত্যু (১৯৯০)।