এফএনএস : আজ (বুধবার) ০৬ জুলাই, ২০২২। চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা (১৪১৫)। ভ‚মিকম্পে আগ্রা বিধ্বস্ত (১৫০৫)। ইংরেজ মানবতাবাদ নেতা, লেখক টমাস ঘোরের মৃত্যুদন্ড (১৫৩৫)। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফলসের জন্ম (১৭৮১)। মিশরে নীল নদের তীরবর্তী ভ‚-প্রকৌষ্ঠ থেকে ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কার (১৮৭৯)। লুই পাস্তুরের জলাতংক চিকিৎসার সফলতা লাভ (১৮৮৫)। বিশ্বের প্রথম বিমান-ব্রিটিশ আর-৩৪ এর আটলান্টিক অতিক্রম (১৯১৯)। নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ (১৯৪৫)। লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল (১৯৫২)। ৭৩ বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালায়ি (ন্যায়াসাল্যান্ড) এর স্বাধীনতা অর্জন (১৯৬৪)। নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু (১৯৬৭)। কামুজু বান্দার নিজেকে মালাবির আজীবন প্রেসিডেন্ট ঘোষণা (১৯৭১)। চীনের কমিউনিষ্ট সামরিক নেতা জুদে’র মৃত্যু (১৯৭৬)। ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন (১৯৯৯)।