এফএনএস : আজ (রোববার) ০৭ আগস্ট, ২০২২। বাংলা অভিধানের প্রণেতা পিটস হেররি ফরস্টারের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে কলকাতায় পদার্পণ (১৭৮৩)। সাহিত্যিক প্রমথ চৌধুরীর জন্ম (১৮৬৮)। ভারতের জাতীয় কংগ্রেসে ব্রিটিশ পণ্য বর্জনের সিদ্ধান্ত (১৯০৫)। কলকাতার পার্শি বাগানে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন (১৯০৬)। ঢাকায় জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা (১৯১৩)। ব্রিটেনে ১ ডলার ও ১০ শিলিংয়ের নোট চালু (১৯১৪)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানসূচক ডক্টরেট প্রদান (১৯৪০)। কলম্বিয়ার ক্যালিতে ডিনামাইটবাহী ট্রাক বহরে বিস্ফোরণ। ১১০০ লোকের মৃত্যু (১৯৫৬)। আইভরি কোস্টের স্বাধীনতা অর্জন (১৯৬০)। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন (১৯৭৩)।