এফএনএস : আজ (সোমবার) ০৮ আগস্ট, ২০২২। আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধ চলাকালে আক্রান্ত না হওয়ার অধিকার লাভ (১৮৬৪)। রাওয়ালপিন্ডি চুক্তি স্বাক্ষর (১৯১৯)। ব্রিটেনে জার্মানির বোমা বর্ষণ (১৯৪০)। ব্রিটিশবিরোধী আগস্ট আন্দোলনের সূচনা (১৯৪২)। ইকুয়েডরে ভ‚মিকম্পে ১০ হাজার লোক নিহত (১৯৪৯)। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জেনেভায় ৭২টি দেশের ১২শ বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন (১৯৫৫)। থাইল্যান্ডের উদ্যেগে ৫টি দেশ নিয়ে অংংড়পরধঃরড়হ ড়ভ ংড়ঁঃয ঊধংঃ অংংরধহ ঘধঃরড়হং (অঝঊঅঘ) গঠন (১৯৫৫)। দক্ষিণ আফ্রিকা, কিউবা ও এ্যাঙ্গোলার যুদ্ধবিরতি ঘোষণা (১৯৮৮)। ৫শ সৈন্য প্রত্যাহারের মাধ্যমে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু (১৯৮৮)।