এফএনএস : আজ (মঙ্গলবার) ০৯ আগস্ট, ২০২২। ফ্রান্সের প্যারিসে সরকারের প্রভাবমুক্ত বিপ্লবী স্বশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা (১৭৯২)। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমানা নির্ধারণ (১৮৪২)। ব্রিটেনে প্রাথমিক শিক্ষা আইন পাস (১৮৭০)। উড়োজাহাজ আবিষ্কারক অলভিন ব্রাইটের জন্ম (১৮৭১)। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর ফলে তার পুত্র সপ্তম এডোয়ার্ড ইংল্যান্ডের রাজা নিযুক্ত (১৯০২)। ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড় বা বিয়ালিশের আগস্ট আন্দোলন শুরু (১৯৪২)। মালয়েশিয়া ফেডারেশন থেকে সিঙ্গাপুরের স্বাধীনতা ঘোষণা (১৯৬৪)। জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক দ্বিতীয় আণবিক বোমা বর্ষণ (১৯৪৫)। মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের পদত্যাগ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম কোনো প্রেসিডেন্টের পদত্যাগ (১৯৭৪)। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কুয়েত-ইরাক সংযুক্তি খারিজ (১৯৯০)। জেট ইঞ্জিনের জনক স্যার ফ্রাঙ্ক হুইটলের মৃত্যু (১৯৯৬)। প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক মন্ত্রিসভা বাতিল। ভাদিমির পুতিনকে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৯৯)।