এফএনএস : আজ (শুক্রবার) ১২ আগস্ট, ২০২২। স¤্রাট আকবরের সভাসদ পন্ডিত আবুল ফজল নিহত (১৬০২)। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি গ্রহণ (১৭৬৫)। স্টিমারের রূপকার জর্জ স্টিফেনসনের মৃত্যু (১৮৪৮)। টমাস এডিসনের ফনোগ্রাফ উদ্ভাবন (১৮৭৭)। বিপ্লবী সাংবাদিক ও আনন্দবাজার পত্রিকার প্রাণপুরুষ সুরেশ চন্দ্র মজুমদারের মৃত্যু (১৯৫৪)। সাহিত্যিক-সংগীত শিল্পী ইন্দিরাদেবী চৌধুরানীর মৃত্যু (১৯৬০)। প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ (১৯৬০)। জাপান এয়ার লাইনের বিমান বিধ্বস্ত হয়ে ৫২০ জন নিহত (১৯৮৫)।