এফএনএস : আজ (সোমবার) ১৫ আগস্ট’ ২০২২। স্কটল্যান্ডের রাজমুকুট লড়ায়ের অব্যাহত যুদ্ধে প্রয়াত রাজা ডানকানের পুত্র ম্যালকমের হাতে ম্যাকবেথ নিহত (১০৫৭)। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেলা পর্যায়ে ফৌজদারি ও দেওয়ানি আদালত পৃথকীকরণের সিদ্ধান্ত (১৭৭২)। কলকাতা ও হুগলির মধ্যে প্রথম পরীক্ষামূলক যাত্রবাহী ট্রেন চলাচল শুরু (১৮৫৪)। ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত (১৮৭২)। আনুষ্ঠানিকভাবে পানামা খাল চালু (১৯১৪)। কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউলাহর জন্ম (১৯২২)। ৩৫ বছরের উপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতা লাভ (১৯৪৫)। দুশ বছর পর ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভ (১৯৪৭)। কোরিয়া প্রজাতন্ত্র (দক্ষিণ কোরিয়া) গঠিত (১৯৪৮)। ভারতে ভ‚মিকম্পে ৩০ হাজার নিহত (১৯৫০)। ব্রিটেনের কাছ থেকে বাহরাইনের স্বাধীনতা লাভ (১৯৬৯)।