এফএনএস : আজ (মঙ্গলবার) ২৩ আগস্ট, ২০২২। ম্যাক্সিকোর স্বাধীনতা ঘোষণা (১৮২১)। বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত (১৮২৫)। ব্রিটিশদের হংকং দখল (১৮৩৯)। অস্ট্রিয়া ও প্রশিয়ার মধ্যে প্রাগ শান্তি চুক্তি স্বাক্ষর (১৮৬৬)। প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের জন্ম (১৮৯৮)। জার্মানির বিরুদ্ধে জাপানের যুদ্ধ ঘোষণা (১৯১৪)। প্রথম ফয়সল ইরাকের বাদশা পদে অভিষিক্ত (১৯২১)। ঐতিহাসিক স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু (১৯৪২)। রুমানিয়ার সামরিক শাসক উৎখাত (১৯৪৪)। ইয়েলৎসিন কর্তৃক রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা (১৯৯১)।