এফএনএস : আজ (বৃহস্পতিবার) ২৫ আগস্ট’২০২২। রাশিয়ার জার ভয়ঙ্কর ইভানের জন্ম (১৫৩০)। খাকসার আন্দোলনের নেতা আলামা মাশরিকীর জন্ম (১৮১৮)। বাপীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের মৃত্যু (১৮১৯)। উরুগুয়ের স্বাধীনতা লাভ (১৮২৫)। লন্ডন ও প্যারিসের মধ্যে প্রথম নিয়মিত বিমান চলাচল শুরু (১৯১৯)। জার্মানের দখল থেকে প্যারিস মুক্ত (১৯৪৪)। খাকসার আন্দোলনের নেতা আলামা মাশরিকীর মৃত্যু (১৯৬৩)। ইরাকের বিরুদ্ধে আক্রমণ চালাতে নিরাপত্তা পরিষদের সম্মতি (১৯৯০)। ভয়েত ইউনিয়নভুক্ত বাইলোরাশিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯৯১)।