এফএনএস : আজ (সোমবার) ২৯ আগস্ট, ২০২২। ইসলাম ধর্মের প্রবর্তক শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম (৫৭০)। হাঙ্গেরীতে রাজতন্ত্রের অবসান। ১৫০ বছরের তুর্কি দখলদারিত্ব প্রতিষ্ঠা (১৫২৬)। মাইকেল ফেরাডের বিদ্যুৎ প্রবাহ আবিষ্কার (১৮৩১)। নানকিন চুক্তি স্বাক্ষর। এ্যাংলো-চীন যুদ্ধ সমাপ্ত (১৮৪২)। রুশ-জাপান শান্তিচুক্তি স্বাক্ষর (১৯০৫)। স্লোভাকিয়ায় অভ্যুখানের সূচনা (১৯৪৪)। জর্দানের প্রধানমন্ত্রী হাজা আল মাজালি আততায়ীর হাতে নিহত (১৯৬০)। আর্মেনিয়ার পার্লামেন্টে জরুরি অবস্থা ঘোষণা। ন্যাশনালিস্ট পার্লামেন্টারি গ্র“প নিষিদ্ধ (১৯৯০)। সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পাটির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে প্রস্তাব গৃহীত (১৯৯১)। আফগানিস্তানে রাশিয়ার এক দশকের অভিযানের সমাপ্তি (১৯৯২)। আলজেরিয়ায় জঙ্গী সন্ত্রাসীদের গুলিতে ৩ শতাধিক নিহত (১৯৯৭)। ঢাকা-আরিচা মহাসড়কের উথলী ব্রিজের রেলিং ভেঙ্গে বাস নদীতে পড়ে ৪০ জন নিহত (১৯৯৭)।