এফএনএস : আজ (শুক্রবার) ০২ সেপ্টেম্বর, ২০২২। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হ্যারিকেনের আঘাতে ৪২৩ জনের প্রাণহানি (১৯৩৫)। আধুনিক অলিম্পিক স্পোর্টসের উদ্যোক্তা পিয়ের দ্য কুবোর্তার মৃত্যু (১৯৩৭)। হোবি মিনের নেতৃত্বে স্বাধীন ভিয়েতনাম প্রজাতন্ত্র ঘোষণা (১৯৪৫)। সাহিত্যিক প্রমথ চৌধুরীর মৃত্যু (১৯৪৬)। পরাজয় মেনে নিয়ে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান (১৯৪৫)। জাপানিদের আক্রমণে চীনের চানকিঙে ১৭০০ লোক নিহত (১৯৪৯)। পিকিংয়ে চীনের প্রথম টেলিভিশন স্টেশন চালু (১৯৫৮)। বাংলাদেশ সুপ্রিমকোটের ঐতিহাসিক রায়। সংবিধানের অষ্টম সংশোধনী ১০০ ও ১০৭ অনুচ্ছেদের সংশোধনী অকার্যকর ঘোষণা (১৯৮৯)। ফিলিপাইনের মুসলিম গেরিলাদের সঙ্গে ২৬ বছরের গৃহযুদ্ধ অবসানে সরকারের চুক্তি স্বাক্ষর (১৯৯৬)। নোভা স্কটিয়ায় সুইস জেট বিমান বিধ্বস্ত হয়ে ২২০ আরোহীর সবাই নিহত (১৯৯৮)। মালয়েশিয়ার উপপ্রধান মন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরখাস্ত (১৯৯৮)।