এফএনএস : আজ (সোমবার) ০৫ সেপ্টেম্বর, ২০২২। অটোমান সা¤্রাজ্যের সুলতান সোলায়মানের মৃত্যু (১৫৬৬)। চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন (১৬১২)। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে মীর কাশিমের পরাজয় (১৭৬৩)। ফ্রান্সের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা (১৭৯৮)। পোর্ট মাউথের সন্ধি। রুশ-জাপান যুদ্ধের অবসান (১৯০৫)। জার্মানিতে অলিম্পিক ক্রীড়াস্থলে ১১ ইসরাইলিকে হত্যা (১৯৭২)। পিডব্লিউ বোথা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নিযুক্ত (১৯৮৪)। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু (১৯৯৭)।