এফএনএস : আজ (বুধবার) ০৭ সেপ্টেম্বর, ২০২২। ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের জন্ম (১৫৩৩)। ব্রাজিলের স্বাধীনতা ঘোষণা (১৮২২)। সিনেমার পুরোধা উইলিয়াম গ্রিনের জন্ম (১৮৫৫)। মোহাম্মদ আলী পাশা আলবেনীয় আততায়ীদের হাতে নিহত (১৮৭৮)। দালাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি স্বাক্ষর (১৯০৪)। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির আত্মসমর্পণ (১৯৪৩)। বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের মৃত্যু (১৯৭৬)। ঐতিহাসিক নিশীথরঞ্জন রায়ের মৃত্যু (১৯৯৪)।