এফএনএস : আজ (শনিবার) ১০ সেপ্টেম্বর, ২০২২। ওসমানিয়া সুলতান সুলায়মানের হাঙ্গের বিজয় (১৫২৬)। কলকাতায় বিলেতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু (১৭৯৪)। প্রথম বাংলা-ইংরেজি অভিধান প্রণেতা হেনরি পিটস ফস্টারের মৃত্যু (১৮১৫)। হাঙ্গিরির সম্্রাজ্ঞী এলিজাবেত জেনেভায় ইতালির নৈরাজ্যবাদীদের হাতে নিহত (১৮৯৮)। সাইপ্রাসে ভ‚মিকম্পে ৪০ জন নিহত। আহত শতাধিক। হাজার হাজার মানুষ গৃহহীন (১৯৫৩)। গিনিবিসাউ’র স্বাধীনতা লাভ (১৯৭৪)। যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯৯১)। দীর্ঘ ৪৫ বছর পর ইসরাইল এবং পিএলওর পরস্পরকে স্বীকৃতি (১৯৯৩)। নেপালে ৯ মাসের কমিউনিস্ট সরকারের পতন (১৯৯৫)।