এফএনএস : আজ (বুধবার) ১৪ সেপ্টেম্বর, ২০২২। তুর্কীর সুলতান মাহমুদের ক্ষমতা লাভ (১৭৩০)। কার্ল মার্কসের মুখ্য রচনা দাস ক্যাপিটাল প্রকাশিত (১৮৬৭)। হিন্দু ধর্মের সৎসঙ্গ স¤প্রদায়ের প্রবর্তক অনুক‚লচন্দ্র ঠাকুরের জন্ম (১৮৮৮)। রাশিয়ার প্রধানমন্ত্রী স্তোলিপিন নিহত (১৯১১)। প্রথম মহাশূন্য যন্ত্র সোভিয়েতের লুনিক-২ এর চাঁদে অবতরণ (১৯৫৯)। বাগদাদে ওপেক ঙচঊঈ প্রতিষ্ঠা (১৯৬০)। আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুখানে নিহত (১৯৭৯)। লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত (১৯৮২)। এফ ডব্লিউ ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৮৯)। চুয়ান লিকাপি থাইল্যান্ডের প্রথম অসামরিক প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৯২)। কলকাতায় পাতাল ট্রেন চালু (১৯৯৫)। ভারতে ট্রেন দুর্ঘটনায় ১০০ জন নিহত (১৯৯৭)।