এফএনএস : আজ (শনিবার) ২৯ জানুয়ারি, ২০২২। মোগল স¤্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল (১৫২৮)। ব্রিটিশ ভারতে প্রথম সংবাদপত্র উইলিয়াম হিকির ‘বেঙ্গল গেজেট’ প্রকাশ (১৭৮০)। স¤্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহন (১৮২০)। ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত (১৮৬১)। ব্রিটিশ ভারতে সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামক দমননীতি চালু (১৯১৯)। কবি আলেকজান্ডার পুশকিনের মৃত্যু (১৯৩৭)। মার্কিন কবি রবার্ট ফ্রস্টের মৃত্যু (১৯৬৩)। ভারত-ইসরাইল ক‚টনৈতিক সম্পর্ক স্থাপন (১৯৯২)। ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই (১৯৯৬)।