এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১৫ সেপ্টেম্বর, ২০২২। মেক্সিকোর স্পেনিস শাসন প্রত্যাখ্যান (১৮১০)। কোস্টারিকা, গুয়াতেমালা, হন্ডুরাস ও এলসালভাদরের স্বাধীনতা ঘোষণা (১৮২১)। মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ভারতে লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট স্বাক্ষরিত (১৮৩৫)। অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম (১৮৭৬)। ব্রিটিশ বাহিনীর কায়রো দখল। আরব পাশার আত্মসমপণ (১৮৮২)। ব্রিটিশ বাহিনীর সোম যুদ্ধে সর্বপ্রথম ট্যাংক ব্যবহার (১৯১৬)। অস্থায়ী সরকার প্রধান আলেকজান্ডার কেরেনস্কি কর্তৃক রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা (১৯১৭)। গণভোটে রাজতন্ত্র প্রত্যাখ্যানের পর বুলগেরিয়াকে গণপ্রজাতন্ত্র ঘোষণা (১৯৪৬)। কবি, সাংবাদিক আবদুল গনি হাজারীর মৃত্যু (১৯৭৬)। উত্তর-পূর্ব ভারতে বোড়ো ও সান্থাল উপজাতীয়দের মধ্যে সংঘর্ষে ৩০ জন নিহত (১৯৯৮)।