এফএনএস : আজ (রোববার) ১৮ সেপ্টেম্বর, ২০২২। মোগল স¤্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূতের ভারতে আগমন (১৬১৫)। স্পেনীয় শাসন থেকে চিলির স্বাধীনতা লাভ (১৮১০)। টাইফুনে হংকংয়ে ১০ হাজার লোক নিহত (১৯০৬)। হিন্দু-মুসলমান স¤প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন শুরু (১৯২৪)। বিপ্লবী দীনেশ মজুমদার যাবজীবন কারাদন্ডে দন্ডিত (১৯৩০)। সোভিয়েত ইউনিয়নের লীগ অব নেশনে যোগদান (১৯৩৪)। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব নোবেল বিজয়ী দাগ হামার শোল্ডের মৃত্যু (১৯৬১)। বার্মায় সামরিক অভ্যুত্থান (১৯৮৮)।