এফএনএস : আজ (বুধবার) ২১ সেপ্টেম্বর, ২০২২। দিলীর স¤্রাট দ্বিতীয় বাহাদুর শাহর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ (১৮৫৭)। অযোধ্যার শেষ নবাব সঙ্গীতামোদী ওয়াজেদ আলী শাহর মৃত্যু (১৮৮৭)। লাটভিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯১৭)। জার্মানিতে রাসায়নিক গুদামে অগ্নিকান্ডে ৫৬১ জন নিহত (১৯২১)। চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯৪৯)। সোভিয়েত ইউনিয়নের প্রথম পরমাণু পরীক্ষা পরিচালনা (১৯৪৯)। ফেডারেল রিপাবলিক অব জার্মানির সূচনা (১৯৪৯)। নিকারাগুয়ার রাষ্ট্রপতি আনান্তাসিও সোমাজা নিহত (১৯৫৫)। মাল্টার স্বাধীনতা লাভ (১৯৬৪)। পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী হের অটো গ্রেটেভোলের মৃত্যু (১৯৬৪)। হন্ডুরাসে জলোচ্ছাস-বন্যা। ৮ সহ¯্রাধিক নিহত (১৯৭৪)। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর (১৯৭৭)। সেনেগাল ও জাম্বিয়ার কনফেডারেশন সেনেগাম্বিয়া বিলুপ্ত (১৯৮৯)।