এফএনএস : আজ (শনিবার) ১৫ অক্টোবর, ২০২২। ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় সাল প্রবর্তিত। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টোবর হয়ে যায় (১৫৮২)। জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ডাচ নৃত্যশিল্পী মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা (১৯১৭)। ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদন্ড কার্যকর (১৯৪৫)। চীনের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা (১৯৬৪)। রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনের লেবার পার্টির ক্ষমতারোহন (১৯৬৪)। নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত (১৯৬৪)। সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত (১৯৬৯)। সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর (১৯৯৫)। অভ্যুত্থানের দুদিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফের নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা (১৯৯৯)।