এফএনএস : আজ (সোমবার) ১৭ অক্টোবর, ২০২২। আগ্রায় মোগল স¤্রাট আকবরের শেষ নিঃশ্বাস ত্যাগ (১৬০৫)। ইরান-তুরস্ক শান্তিচুক্তি স্বাক্ষর (১৭৩৬)। সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমদের জন্ম (১৮১৭)। গ্রিস ও এশিয়ার মাইনরে প্রচÐ ভ‚মিকম্পে ৩ সহ¯্রাধিক প্রাণহানি (১৯১৪)। তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত (১৯২০)। কমনওয়েলথ থেকে ফিজিকে বহিষ্কার (১৯৮৭)। সাংবাদিক এস, এম, আলীর মৃত্যু (১৯৯৩)। গুয়েতেমালার ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ৮৩ দর্শকের মৃত্যু (১৯৯৬)।