এফএনএস : আজ (মঙ্গলবার) ১৮ অক্টোবর, ২০২২। গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে আইলা শাপেল শান্তি চুক্তি স্বাক্ষর (১৭৪৮)। রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় (১৮৬৬)। লুমান চুক্তি স্বাক্ষর (১৯১২)। বিজ্ঞানী টমাস আলভা এডিসনের মৃত্যু (১৯৩১)। ফিলিপাইনে টাইফুনে ১১শ লোকের মৃত্যু (১৯৭০)। প্রেসিডেন্ট কার্টারের নিউটন বোমা তৈরির নির্দেশ (১৯৭৮)। দক্ষিণ আফ্রিকার বোথা সরকার কর্তৃক কৃষ্ণাঙ্গ বিপ্লবী কবি বেঞ্জামিন মালায়েসের ফাঁসি কার্যকর (১৯৮৫)। হাঙ্গেরিতে কমিউনিস্ট শাসনের অবসান এবং হাঙ্গেরি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত (১৯৮৯)। সানফ্রান্সিসকোতে ভ‚মিকম্পে ২৭৫ জনের প্রাণহানি (১৯৮৯)। ২৪ বছর পর সোভিয়েত ইউনিয়ন ও ইসরাইলের ক‚টনৈতিক সম্পর্ক স্থাপন (১৯৯১)। চীনের সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির প্রতি সমর্থন জ্ঞাপন (১৯৯২)।