এফএনএস : আজ (বুধবার) ২৬ অক্টোবর, ২০২২। শেরে বাংলা এ, কে ফজলুল হকের জন্ম (১৮৭৩)। কবি, সাহিত্যিক মোহিতলাল মজুমদারের জন্ম (১৮৮৮)। মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত (১৯৩৪)। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ (১৯৩৬)। অস্ট্রিয়ার স্বাধীনতা লাভ (১৯৫৫)। জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠা (১৯৫৬)। পাকিস্তান সরকারের মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি (১৯৫৯)। চীনের জাতিসংঘের সদস্যপদ লাভ (১৯৭১)। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক চুং হি আততায়ীর হাতে নিহত (১৯৭৯)। জর্দান-ইসরাইলের শান্তিচুক্তি স্বাক্ষর। ৪৬ বছরের বৈরীতার অবসান (১৯৯৪)।