এফএনএস : আজ (শনিবার) ২৯ অক্টোবর, ২০২২। ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বেপ্রশীয়দের কাছে অষ্ট্রয়দের পরাজয় (১৭৬২)। ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশন অব বেঙ্গল প্রতিষ্ঠিত (১৮৫১)। কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত (১৮৮৮)। হিটলারের সহযোগী, ক‚টপ্রচারক গোয়েবলসের জন্ম (১৮৯৭)। কামাল পাশার নেতৃত্বে তুরস্কের স্বাধীনতা লাভ (১৯২৩)। রল্যান্ডের লোকোনোয় ১২ দিনব্যাপী বৈঠকে লোকোর্ন চুক্তি স্বাক্ষর (১৯২৫)। বিরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম (১৯৪১)। টাঙ্গানিয়া ও জাঞ্জিবারকে একত্রিত করে নতুন নাম তাঞ্জনিয়া ঘোষণা (১৯৬৪)। জর্জ ফোরম্যানকে পরাজিত করে মোহাম্মদ আলী ক্লে’র শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন (১৯৭৪)। বাকুতে পাতাল রেলে অগ্নিকাণ্ডে ৩শ’ জনের মৃত্যু (১৯৯৫)।