এফএনএস : আজ (শুক্রবার) ০৪ নভেম্বর, ২০২২। বিজাপুরের সুলতান মহম্মদ আদিল শাহর মৃত্যু (১৬৬৫)। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর জন্ম (১৮৮৯)। ইউনেস্কো (টঘঊঝঈঙ) প্রতিষ্ঠা (১৯৪৬)। ইরানের প্রধানমন্ত্রী আবদুল হুসেন নিহত (১৯৪৯)। ইরানের বাহাই ধর্মীয় নেতা রব্বানি শোঘি এফেন্দির মৃত্যু (১৯৫৭)। ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৯২)। প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী হরলাল রায়ের মৃত্যু (১৯৯৪)। ইসরাইলী প্রধানমন্ত্রী আইজাক রবিন আততায়ীর হাতে গুলিবিদ্ধ (১৯৯৫)।