এফএনএস : আজ (শুক্রবার) ১১ নভেম্বর, ২০২২। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারত বর্ষীয় আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত (১৮৬৬)। প্রথম বিশ্বযুদ্ধ শুরু (১৯০২)। মিত্রপক্ষের (রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স)জয়লাভঃ প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত (১৯১৮)। সমাজসেবক, রাজনীতিক, লেখক অশ্বিনীকুমার দত্তের মৃত্যু (১৯২৩)। চিন্তাবিদ-রাজনীতিক মৌলানা আবুল কালাম আজাদের জন্ম (১৯৫১)। ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিত (১৯৫২)। মালদ্বীপ প্রজাতন্ত্র গঠন (১৯৬৮)। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা (১৯৭২)। মানবাধিকার লংঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যপদ বাতিল (১৯৯৫)। বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত (১৯৯৬)। ইউনেস্কোর বিশেষ কমিশনে ২১ ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার প্রস্তাব অনুমোদন (১৯৯৯)।