এফএনএস : আজ (শনিবার) ১৯ নভেম্বর, ২০২২। কলকাতায় সূর্য্যাস্তের পর মদের দোকান বন্ধ রাখার নির্দেশ (১৭৯১)। ইংরেজদের সঙ্গে অসম যুদ্ধে দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা মাওঃ সৈয়দ নেছার আলী তিতুমীরের শাহাদাত (১৮৩১)। গেটিসবার্গে মার্কিন প্রেসিডেন্ট লিংকনের ঐতিহাসিক স্বাধীনতার ভাষণ (১৮৬৩)। চীনা বিপ্লবী, রাজনীতিবিদ ও সমাজতন্ত্রের তাত্তি¡ক মাও সেতুংয়ের জন্ম (১৮৯৩)। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম (১৯১৭)। স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর সোভিয়েত বাহিনীর পাল্টা আক্রমণ (১৯৪২)। প্যারিসে ইউনেস্কোর প্রথম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত (১৯৪৬)। কর্তব্যে অবহেলার দায়ে ঢাকা পৌরসভার ৪০ জন কর্মচারী বরখাস্ত ও ৩২ জন সাসপেন্ড (১৯৭৩)। মিশরের বিরুদ্ধে আরব ফ্রন্ট গঠিত (১৯৭৭)। বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের রূপকার, চিত্রশিল্পী হামিদুর রহমানের মৃত্যু (১৯৮৮)। ন্যাটো ও ওযারশ জোটভুক্ত ৩৪টি দেশের রাষ্ট্র প্রধানদের ইউরোপের সর্ববৃহৎ নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর (১৯৯০)।