এফএনএস : আজ (সোমবার) ২১ নভেম্বর, ২০২২। দ্বিতীয় সিকান্দার লোদির মৃত্যু (১৫১৭)। মন্টোগোলফার ভ্রাতৃদ্বয়ের প্রথম বেলুনে আকাশে উড্ডয়ন (১৭৮৩)। নেপোলিয়ন বার্লিনের ডিক্রির ফলে বার্লিন অবরোধ কার্যকর (১৮০৬)। বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসিতে মৃত্যুদÐ কার্যকর (১৯০৮)। ব্রিটিশ হাসপাতাল-জাহাজ ব্রিটানিকা নিমজ্জিত (১৯১৬)। মিত্রবাহিনীর কাছে জার্মান বাহিনীর আত্মসমর্পণ (১৯১৮)। স্বাধীন ভারতে প্রথম ডাকটিকেট প্রবর্তন (১৯৪৭)। চীন-ভারতের যুদ্ধবিরতি (১৯৬২)। উগ্রপন্থীদের মক্কার কাবা মসজিদ দখল (১৯৭৯)। মীর জাফরুল্লাহ জামালী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত (২০০২)।