এফএনএস : আজ (শুক্রবার) ২৫ নভেম্বর, ২০২২। ভারত থেকে পর্তুগিজ নৌবহরের সৈন্য অপসারণ (১৫৩৮)। জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গ থিয়েটার উদ্বোধন (১৮১৩)। সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলকের মৃত্যু (১৮৫৭)। মিশরের খতিবের কাছ থেকে ব্রিটেনের সুয়েজ খালের ৪৪ শতাংশ ক্রয় (১৮৭৫)। জার্মান ও জাপানের কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর (১৯৩৬)। জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্টের মৃত্যু (১৯৭৪)। সুরিনাম (ওলন্দাজ গায়না)’র ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি (১৯৭৫)। চেক পার্লামেন্ট চেক-যুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন (১৯৯২)।