এফএনএস : আজ (সোমবার) ২৮ নভেম্বর, ২০২২। সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত (১০৯৮)। ইংল্যান্ডে রয়াল সোসাইটি গঠিত (১৬৬০)। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম ফ্রিডরিক এঙ্গেলসের জন্ম (১৮২০)। আলবেনিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯১২)। মৌরিতানিয়ার স্বাধীনতা লাভ (১৯৬০)। জর্দানের বাদশা ওয়াসফি তাল নিহত (১৯৭১)। বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল ফকির শাহাবুদ্দীনের মৃত্যু (১৯৮৯)। জাতীয় অধ্যাপক জ্ঞানতাপস আবদুর রাজ্জাকের মৃত্যু (১৯৯৯)।