এফএনএস : আজ (শুক্রবার) ০৯ ডিসেম্বর, ২০২২। দৃষ্টিহীন বিখ্যাত হিন্দি কবি সুরদাসের জন্ম (১৪৮৪)। বিশ্বখ্যাত ইংরেজ কবি মিল্টনের জন্ম (১৬০৮)। ভবতারিনী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে (১৮৮৩)। ভারতের বেলুড়ে গঙ্গা তীরে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা (১৮৯৮)। ফ্রান্সে চার্চকে রাষ্ট্র থেকে বিমুক্ত করে আইন পাস (১৯০৫)। ফিনল্যান্ডের স্বাধীনতা লাভ (১৯১৭)। বিভাগোত্তর ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন শুরু (১৯৪৬)। ইন্দোনেশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯৪৯)। আলবেনিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্কোচ্ছেদ (১৯৬১)। লেচ ওয়ালেস পোল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৯০)।