এফএনএস : আজ (শনিবার) ২৪ ডিসেম্বর, ২০২২। ১২৫৮ – হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা, আব্বাসীয় রাজত্বের অবসান। ১৮০১ – ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়। ১৮১৪ – ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে। ১৮৯৪ – কলকাতায় প্রথম মেডিকেল সম্মেলন হয়। ১৯০০ – লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৯২১ – শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। ১৯২৫ – লাঙ্গল পত্রিকায় নজরুলের বিখ্যাত সাম্যবাদী কবিতা প্রকাশিত। ১৯৫০ – লিবিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৫১ – ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন। ১৯৫১ – লিবিয়ার স্বাধীনতা লাভ। ১৯৫৩ – দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ। ১৯৫৩ – দৈনিক ইত্তেফাক প্রকাশিত। ১৯৫৩ – ইত্তেফাক প্রথম প্রকাশিত। ১৯৭১ – স্বরাষ্ট্রমন্ত্রী এ. এইচ. এম. কামরুজ্জামান বলেন, যুদ্ধাপরাধীরা বিচারের হাত থেকে বাঁচতে পারবে না। ১৯৭১ – ৫২ জন বুদ্ধিজীবীর বুদ্ধিজীবী হত্যার তদন্তের দাবি। ১৯৭১ – প্রাক্তন গভর্নর ড. এম. এ. মালিকসহ তাঁর কেবিনেটের অনেক সদস্যকে পাকিস্তানিদের সহায়তার অভিযোগে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ১৯৭১ – ভুট্টো-মুজিব সাক্ষাৎ। ১৯৭২ – দুর্নীতির জন্য কোহিনুর শিল্পগ্র“পের প্রশাসক আবদুস সাত্তার গ্রেপ্তার। ১৯৭৩ – রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।