এফএনএস : আজ (সোমবার) ২৬ ডিসেম্বর, ২০২২। ১১৩৫ – রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ। ১৭৪৮ – দক্ষিণ নেদারল্যান্ডসের ব্যাপারে চুক্তি করে ফ্রান্স ও অস্ট্রিয়া। ১৭৮৯ – ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়। ১৭৯২ – রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয়। ১৭৯৩ – গেইসবার্গের যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ার পরাজয়। ১৮০১ – বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন। ১৮০৫ – ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে। ১৮৯৮ – পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন। ১৯০৬ – অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দি স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রথম প্রদর্শিত হয়। ১৯১৩ – কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়। ১৯১৬ – ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নিবার্চিত হন। ১৯১৬ – জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন। ১৯১৯ – লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯২০ – পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। ১৯২০ – আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯২০ – আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯৩২ – চীনের গানসুতে ভ‚মিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন। ১৯৩৯ – তুরস্কে বড় ধরনের ভ‚মিকম্প হয়। ১৯৪৯ – বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত¡ উদ্ভাবন করে। ১৯৫২ – জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ – বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামায আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়। ১৯৬২ – চীন-মংগোলিয়া সিমান্ত চুক্তি পেইচিং এ স্বাক্ষরিত হয়। ১৯৬২ – জুমার নামাজ আদায়ের মাধ্যমে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে নামাজ শুরু। ১৯৬২ – ঢাকার বায়তুল মোকাররম মসজিদে নামাজ আদায় শুরু। ১৯৬৯ – ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ। ১৯৭১ – অস্থায়ী রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ অর্ডার (ট্যাক্স) ঘোষিত। ১৯৭১ – আগামী বাংলা নববর্ষ থেকে ২৫ বিঘা পর্যন্ত আবাদি জমির খাজনা মকুব। ১৯৭১ – সরকার এক জাতীয় মিলিশিয়া বাহিনী গঠন করবে। তালিকাভুক্ত ও তালিকাবিহীন সকল মুক্তিযোদ্ধা এই মিলিশিয়া বাহিনীতে অন্তর্ভুক্ত থাকবে। ১৯৭১ – সরকার সকল শক্রসম্পত্তি পাটকল ও শিল্পণ্ডকারখানা অধিগ্রহণ করবে। ১৯৭১ – ঢাকাণ্ডকলকাতার মধ্যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট শুরু।