সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস : আজ (শুক্রবার) ১৩ জানুয়ারি, ২০২৩। ১৭০৯ – প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন। ১৭৬১ – পানিপথের ৩য় যুদ্ধ শুরু হয়। ১৮৪৮ – হাডসন বে কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুইভার দ্বীপ দখল করে। ১৮৪৯ – দ্বিতীয় আংলো-শিথ যুদ্ধ শুরু। ১৮৬৪ – রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয়। ১৮৯৭ – চারুকলাবিষয়ক পত্রিকা শিল্পতত্ত¡ ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়। ১৯১৫ – দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপমুন্ড দখল। ১৯১৫ – মধ্য ইতালিতে মারাত্মক ভ‚মিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়। ১৯১৯ – দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে ৩৮৮ ক্যারেট হীরক খ- পাওয়া যায়। ১৯১৯ – ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভ‚ষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন। ১৯২০ – (কারো মতে ১০ জানুয়ারি ) লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়। ১৯২০ – লীগ অব নেশনস্-এর প্রতিষ্ঠা। ১৯৫৭ – ওড়িশা রাজ্যের সম্বলপুর হতে পনের কিলোমিটার দূরে হিরাকুদে হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আজকের দিনে। ১৯৫৮ – ৪৪টি দেশের ৯ হাজার বিজ্ঞানী জাতিসংঘ মহাসচিবের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহŸান জানান। ১৯৬৩ – টোগোতে সামরিক অভ্যুত্থান। সার্জেন্ট জিনার্সিবি এয়াদেমার হাতে প্রেসিডেন্ট সিলভানুস অলিম্পিও নিহত। ১৯৬৪ – আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়। ১৯৬৭ – টোগোয় সেনাবাহিনী বিনা রক্তপাতে দেশটির ক্ষমতা দখল করে। ১৯৭০ – ব্রিটেনের শিখ পুলিশরা হেলমেটের পরিবর্তে তাদের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধানের অধিকার লাভ করে। ১৯৭১ – “একটা সর্বসম্মত সংবিধান প্রণয়ন এখন হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়।”-ভুট্টো। ১৯৭২ – শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com