শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা দেশের দুই সমুদ্রবন্দরে চালু হচ্ছে কনটেইনারবাহী জাহাজ চলাচল আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু রোববার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন চার নারী খেলোয়াড় দেবহাটার ঘরে ঘরে ছাগল পালন বাণিজ্যিক ভাবে চলছে চাষ \ খামার দেখভালে এগিয়ে মা বোনেরা শ্যামনগরে পরীক্ষায় নকলের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার দায়িত্বহীনতায় ১২ শিক্ষক অব্যাহতি মাহফিলের টাকা গ্রহণ করে বক্তা না আসায় আদালতে মামলা

ইতিহাসের এই দিনে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

এফএনএস : আজ সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ সাল। ১২৪৯ – ফ্রান্সের রাজা নবম লুই কর্তৃক এন্ড্রু দা লংজুমেওকে মোঙ্গল সা¤্রাজ্যের খাগানের কাছে দূত হিসেবে প্রেরণ করা হয়। ১৭০৪ – অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রবর্তন। ১৭০৪ – অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়। ১৮০৮ – ফরাসিদের স্পেন দখল। ১৮৬২ – আমেরিকান গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট ডনেলসন দখল করেন। ১৮৭৩ – স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা। ১৯১৮ – কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়। ১৯২৩ – হাওয়ার্ড কার্টার ফারাও স¤্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন। ১৯৩০ – যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়। ১৯৩৪ – সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশজার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। ১৯৩৬ – পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা। ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে। ১৯৪৬ – সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। ১৯৫৯ – ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন। ১৯৬১ – এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়। ১৯৭১ – ভুট্টোর ঘোষণা, তার সিদ্ধান্ত বাতিলযোগ্য নয়। ১৯৭১ – ‘জুলফিকার আলী ভুট্টো কর্তৃক প্রদত্ত পূর্বশর্ত পাকিস্তানের প্রতি ‘হুমকিস্বরূপ।’ মওলানা ভাসানী। ১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর। ১৯৭২ – বাংলাদেশকে কানাডা, ফ্রান্স ও সিঙ্গাপুর কর্তৃক স্বীকৃতি দান। ১৯৭২ – ঢাকার পিলখানায় ই পি আর ও গণবাহিনীর মধ্যে গুলি। মেজর নুরুজ্জামানসহ কয়েকজন আহত। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রিত। ১৯৭৩ – রাঙ্গামাটি, ফেনী ও ল²ীপুরে বঙ্গবন্ধুর গণসংযোগ সফর। ১৯৭৪ – বৈদেশিক সচিব এনায়েত করিম (৪৭) শেষনিশ্বাস ত্যাগ করেন। ১৯৭৪ – পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে। ১৯৭৪ – পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো বলেন বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারকার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া হবে।’ ১৯৭৬ – কয়লা আমদানি বিষয়ে ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক। ১৯৭৭ – খুলনার পশুর নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি। ১৯৭৮ – কাতার মন্ত্রীর আদমজী জুট মিল পরিদর্শন। ১৯৮০ – নড়াইলের কালিয়ায় রাজনৈতিক সংঘর্ষে তিনজন নিহত। ১৯৮১ – শেখ হাসিনা আওয়ামী লীগ (মালেক)-এর সভানেত্রী নির্বাচিত। ১৯৮১ – কবি মঈনুদ্দীনের ইন্তেকাল। ১৯৮১ – জিয়া-ওয়াল্ডহেইম বৈঠক। ১৯৮২ – শিক্ষাবিদ ও সাহিত্যিক ডঃ এনামুল হকের মৃত্যু। ১৯৮৪ – লন্ডনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ইন্তেকাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com