এফএনএস : আজ (রোববার) ৩০ জানুয়ারি, ২০২২। মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজদের আত্মসমর্পণ (১৬৪১)। মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর (১৬৪৮)। ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ (১৬৪৯)। রোমে ব্রিটিশ রাজত্বের তরুণ উত্তরাধিকারী চার্লস এডওয়ার্ড স্টুয়ার্নের মৃত্যুবরণ (১৭৮৮)। চীনের সঙ্গে ব্রিটেনের সবরকমের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা (১৮৪০)। ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সীর আত্মহত্যা (১৮৮৯)। চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষর (১৯০২)। জার্মানির চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের নাম ঘোষণা (১৯৩৩)। নয়া দিলীতে আততায়ীর হাতে মহাত্মা গান্ধী নিহত (১৯৪৮)। দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল (১৯৬৪)। পাকিস্তানের ব্রিটিশ কমনওয়েলথ ত্যাগ (১৯৭২)। ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ (১৯৭২)। চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পাটি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায় (১৯৯০)।