শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১৪ সেপ্টেম্বর ২০২৩। ০৭৮৬ – আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন। ১৩৮৯ – ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন। ১৭৩০ – তুর্কি সুলতান মাহমুদের ক্ষমতা লাভ। ১৮০৪ – আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়। ১৮১২ – নেপোলিয়ানের মস্কো প্রবেশ। ১৮১২ – রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে। ১৮৬৭ – সালে কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয়। ১৯১৭ – রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়। ১৯৪৯ – আওয়ামী লীগ প্রেসিডেন্ট মওলানা ভাসানী গ্রেপ্তার। ১৯৪৯ – ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন। ১৯৫৫ – পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান। ১৯৫৯ – প্রথম মহাশূন্য যান সোভিয়েতের লুনিক-২ এর চাঁদে অবতরণ। ১৯৫৯ – প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে। ১৯৬০ – বাগদাদে ওপেকের (ঙচঊঈ) প্রতিষ্ঠা। ১৯৬০ – সালে ‘অর্গানাইজেশন অব পট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস’ (ওপেক) প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ – চট্টগ্রাম বন্দরে শ্রমিকসংঘর্ষে দুইজন নিহত। ১৯৭৪ – জাসদ নেতৃবৃন্দের এক জনসভায় আটক রাজনীতিকদের মুক্তির দাবি। ১৯৭৬ – আরও ২৭টি মহকুমা সংক্ষিপ্ত সামরিক আদালত গঠন। ১৯৭৬ – খুলনা পৌরসভা বাতিল। ১৯৭৮ – জাতীয় শিক্ষা কর্মশিবির উদ্বোধন। ১৯৭৯ – খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে বঙ্গভবনে এনইসির বৈঠকে উচ্চপর্যায়ের কমিটিগঠনের সিদ্ধান্ত। ১৯৭৯ – সালে আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন। ১৯৮২ – লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন। ১৯৮৪ – সালে কলকতায় পাতাল ট্রেন চালু হয়। ১৯৮৪ – সুপ্রীম কোর্টে আইনজীবী সমাবেশে শেখ হাসিনার ভাষণে ‘৭৫-এর পর সকল সরকারকে অবৈধ আখ্যাদান। ১৯৮৪ – ডাক্তারদের নির্ধারিত ফি বাতিলের সিদ্ধান্ত। ১৯৮৭ – লোকসাহিত্য গবেষক অধ্যাপক মনসুর উদ্দীন (৮৩)-এর ইন্তেকাল। ১৯৮৭ – উৎপাদিত সকল পাট সরকারি খাতে ক্রয়ের নির্দেশ। ১৯৮৭ – বিরোধী জোটের ১০ই নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা। ১৯৮৯ – ডেমরায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১২। ১৯৮৯ – এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮৯ – নিদারাবাদ গ্রামের একই পরিবারের ৬ জনের লাশ উদ্ধার। ১৯৯১ – শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত। ১৯৯২ – প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ডেপুটি অ্যাসিন্ট্যান্ট সেক্রেটারির সাক্ষাৎ। রোহিঙ্গা উদ্বাস্তুদের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে মায়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রকে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান জানান। ১৯৯২ – চট্টগ্রাম মেডিকেল কলেজে শিবিরের সশস্ত্র হামলা। পুলিশসহ ২০ জন ছাত্র মারাত্মক আহত। কয়েক কোটি টাকার সম্পদ বিনষ্ট। ১৯৯৪ – জামালপুরে তিতাস গ্যাস সরবরাহ উদ্বোধন। ১৯৯৫ – কলকাতায় পাতাল ট্রেন চালু হয়। ১৯৯৫ – কলকাতায় পাতাল ট্রেন চালু। ১৯৯৬ – ঢাকার অদূরে ট্রেন দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত অর্ধশত। ১৯৯৭ – একনেকের বৈঠকে ২.১৭ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ‘পশ্চিমাঞ্চলীয় গ্যাস প্রকল্প এবং ১৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষে বঙ্গবন্ধু দারিদ্র্যবিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত। ১৯৯৭ – সরকার ও পার্বত্য জনসংহতি সমিতির মধ্যেকার ৬ষ্ঠ বৈঠক শুরু। ১৯৯৭ – ঢাকায় বৃটিশ বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর ৪ দিনের সফর শুরু। ১৯৯৮ – বাংলাদেশে প্রতিবছর খাদ্য ঘাটতে ২০ লাখ মেট্রিক টন। বন্যার কারণে উৎপাদনে ঘাটতি হবে আরো ২০ লাখ মেট্রিক টন। বিশ্বখাদ্য কর্মসূচির প্রতিনিধি। ১৯৯৮ – গত দুদিনে চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় ৪ ব্যক্তিকে জবাই করে হত্যা। ১৯৯৮ – চট্টগ্রাম স্টেডিয়ামে দর্শক-পুলিশ সংঘর্সে আহত ৫০, গাড়ি ভাঙচুর ১০০। ১৯৯৮ – তসলিমা নাসরিনের ঢাকা প্রত্যাবর্তন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com