এফএনএস : আজ (মঙ্গলবার) ১৯ সেপ্টেম্বর, ২০২৩। ১৫৫৯ – পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু। ১৭৫৫ – ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে। ১৭৯৬ – জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন। ১৮৪৯ – ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়। ১৮৬৫ – প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়। ১৮৭০ – জার্মানী প্যারিস অবরোধ করে। ১৮৯৩ – নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়। ১৯০৭ – প্রথম তাপ ও জ¦ালানী উৎপাদনকারী উপাদান আবিষ্কৃত হয়। ১৯১৫ – জার্মানরা ভিলনা অধিকার করে। ১৯৬০ – পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে পানিবন্টন চুক্তি স্বাক্ষর হয়। ১৯৬২ – ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু। ১৯৭২ – দুর্নীতির দায়ে অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার চেয়ারম্যানসহ ৪ জন সিনিয়র অফিসার সাসপেন্ড। ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বুর্কিনা ফাসো। ১৯৭২ – মাদারীপুরের হালদায় এম, এল, ফরিদালঞ্চডুবি, নিখোঁজ শতাধিক যাত্রী। ১৯৭৩ – জাতিসংঘের বিমানে আটক বাঙালিদলের স্বদেশ প্রত্যাবর্তন শুরু। ১৯৭৩ – হিমাগার কর্মচারীদের চাকুরি অত্যাবশ্যকীয় ঘোষণা। ১৯৭৫ – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ মাযহারুল ইসলাম দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার। ১৯৭৬ – চলচ্চিত্র উন্নয়ন তহবিল গঠিত। ১৯৮১ – ৮টি ব্যাংকের কর্মচারী ইউনিয়ন বাতিল, ইউনিয়ন কর্মচারীরা চাকরি থেকে বরখাস্ত। কয়েক হাজার ব্যাংক কর্মচারী চাকরিচ্যুত। ১৯৮১ – আওয়ামী লীগের (হাসিনা) নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত। ১৯৮১ – বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়। ১৯৮৩ – সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে। ১৯৮৪ – গারো পাহাড়ের ঢলে ৬টি জেলায় গুরুতর বন্যা পরিস্থিতি। ১৯৮৫ – মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত। ১৯৮৫ – পাটের সর্বনিম্ন মূল্য ২ শত টাকা নির্ধারণ। ১৯৮৭ – সন্ত্রাসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১১ জন ছাত্র বহিষ্কত। ১৯৯০ – একাদশ এশিয়ান গেমস-এ জন্য বাংলাদেশ ক্রীড়া দলের বেজিং যাত্রা। ১৯৯১ – বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৪০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। ১৯৯১ – যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯১ – নির্বাচন কমিশন ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করে। ১৯৯২ – ভারতের অপারেশন পুশব্যাক-এ বাংলাদেশের কড়া প্রতিবাদ। ১৯৯২ – যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত। ১৯৯৪ – গোপালপুর পৌর নির্বাচনে কারচুপি ও ভোটডাকাতির অভিযোগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও গণফোরাম-এর হরতাল পালন। গুলিতে নিহত ২, আহত অর্ধশতাধিক।