বুধবার, ২১ মে ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (বুধবার) ২০ সেপ্টেম্বর, ২০২৩। ১১৮৭ – মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তারিখ তাদের দখলে আসে। ১৬২০ – তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৩১ – বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়। ১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন। ১৮৩৯ – নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। ১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন। ১৮৫৭ – বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়। ১৮৬৩ – জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন। ১৮৬৭ – হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সাথে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়। ১৮৭০ – ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে। ১৮৭৮ – দ্য হিন্দু ইংরাজী ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়। ১৯৪৬ – প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল। ১৯৬৪ – আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে। ১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ১৯৭৩ – নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগস্কে পরাজিত করেন। ১৯৭৩ – বরিশালের গৌরনদী থানার সরিকল ফাঁড়িতে হামলা। ১৯৭৩ – রাষ্ট্রপতিকে দেশে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতাদানের বিল পাশ। ১৯৭৬ – অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর সংকটসৃষ্টির বিরুদ্ধে সরকারি হুঁশিয়ারি। ১৯৭৬ – প্যাকেট চায়ের উপর থেকে শুল্ক হ্রাস। ১৯৭৮ – দুইদিনের সফরে প্রেসিডেন্টের সিঙ্গাপুরগমন। ১৯৭৯ – ঢাকায় দলিল-লেখক ও ভেন্ডারদের ধর্মঘট। ১৯৮১ – নোয়াখালির লক্ষ্মীপুরে সাতচর ইউনিয়নে জনতা-পুলিশ সংঘর্ষ। ১৯৮১ – ১৬ দলের জোট ন্যাশনাল ফ্রন্টের নির্বাচনবর্জনের সিদ্ধান্ত। ১৯৮৩ – অবজারভারের সহকারী সম্পাদক আজিজ আহমদের (৬০) ইন্তেকাল। ১৯৮৪ – বিমানের পাইলট ও ইঞ্জিনিয়ারদের ধর্মঘট। সকল ফ্লাইট বন্ধ। ১৯৮৭ – বন্যার জন্য ১১৫ কোটি টাকার সারচার্জ ও লেভি আদায়ের সিদ্ধান্ত। ১৯৮৭ – ঝিনাইদহে ট্রাক দুর্ঘটনায় ১৩ জন নিহত। ১৯৮৯ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার। ছাত্রদল নেতা অভিসহ ৩৪ জন গ্রেপ্তার। ১৯৯২ – ৬১টি জেলায় সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল গটিত। ১৯৯২ – আওয়ামী লীগের কাউন্সিলে দ্বিতীয় দিনে সাধারণ সম্পাদিকার রিপোর্ট পেশ। ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধনী গৃহীত। ১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ১৯৯২ – প্রধানমন্ত্রী কর্তৃক আহসান মঞ্জিল যাদুঘরের উদ্বোধন। ১৯৯২ – ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষের ফলে পলিটেকনিক কলেজ বন্ধ। ১৯৯৩ – সংসদে সরকার ও বিরোধীদলীয় সদস্যদের জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি। ১৯৯৮ – ৫৭ দিন পর বুড়িগঙ্গার পানি বিপদসীমার নিচে। ১৯৯৮ – বন্যার কারণে ২০ টন লাখ ঘাটতিসহ মোট খাদ্য ঘাটতি ৪৩ লাখ টন। ১০ লাখ টন চাল আনতে এলসি খোলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com