সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (রোববার) ২৪ সেপ্টেম্বর, ২০২৩। ১৩৯৬ – নাইকোলিস যুদ্ধে মুসলমানদের কাছে খ্রিস্টানদের পরাজয়। ১৭২৬ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল করপোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়। ১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের সৃষ্টি। ১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়। ১৭৮৯ – যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা। ১৮০৫ – ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন। ১৮৪১ – ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। ১৮৬২ – ফরায়জি আন্দোলনের নেতা দুদুমিঞার মৃত্যু। ১৯১৯ – বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়। ১৯১৯ – সাইক্লোনে ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল ক্ষতিগ্রস্ত। ১৯৩২ – বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন। ১৯৩২ – ভারতের অস্পৃশ্যাদের ভোটাধিকার দিয়ে পুনা চুক্তি স্বাক্ষরিত। ১৯৩২ – মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। ১৯৩৯ – জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। ১৯৪৮ – হোন্ডা মোটরস্ কোম্পানির প্রতিষ্ঠা। ১৯৬০ – আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) গঠিত হয়। ১৯৬৮ – সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৭৩ – দেড়শত থানায় রক্ষীবাহিনী মোতায়েন। ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার। ১৯৭৩ – বাংলাদেশকে নাইজারের স্বীকৃতি। ১৯৭৪ – ৬ দলীয় যুক্তফ্রন্ট চেয়ারম্যান আতাউর রহমান খান দুর্ভিক্ষ-পরিস্থিতি মোকাবিলায় সর্বদলীয় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ। ১৯৭৪ – আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭৬ – সাধারণ পরিষদের আলোচ্যসূচিতে ফারাক্কা প্রশ্ন অন্তর্ভুক্ত। ১৯৭৭ – তিনদিনের সফরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কায়রো উপস্থিতি। প্রেসিডেন্ট জিয়া মিসরের সর্বোচ্চ খেতাব কলার অব দি নাইল-এ ভূষিত। ১৯৭৮ – ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী প্রতিনিধিদলের আগমন। ১৯৭৮ – চট্টগ্রামে প্রবল বর্ষণ। ১৯৭৯ – প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব প্রকাশ। ১৯৮০ – ঢাকার পাট-উৎপাদক দেশসমূহের বৈঠক। ১৯৮১ – পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশকারীদের হামলায় ১৮ জন নিহত। ১৯৮১ – চুয়াডাঙ্গায় ১৪৪ ধারা। চট্টগ্রামে বিক্ষোভ। ১৯৮১ – ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-পুলিশ সংঘর্ষ। ১৯৮৪ – দৈনিক দেশ প্রকাশনার দাবিতে সংবাদপত্র একদিনের জন্য বন্ধ। ১৯৮৮ – বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোক গমন করেন। ১৯৮৯ – জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিষদ গঠিত, এরশাদ চেয়ারম্যান। ১৯৮৯ – ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ৩১।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com