বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (মঙ্গলবার) ২৬ সেপ্টেম্বর, ২০২৩। ১৫৮০ – স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে ইংল্যান্ডে ফিরে আসেন। ১৭৭৭ – ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে। ১৮৪১ – ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। ১৮৮৭ – এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র [গ্রামোফোন] পেটেন্ট করেন। ১৯০৭ – নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৩২ – মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। ১৯৪২ – ভারতে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ – ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। ১৯৫০ – জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে। ১৯৫৯ – জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৬০ – ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান। ১৯৬০ – সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে। ১৯৬২ – উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়। ১৯৬৮ – সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে। ১৯৭২ – বাংলাদেশের নাগরিকদের হজব্রত পালনের সুযোগদানের জন্য বাদশাহ ফয়সলের নিকট বঙ্গবন্ধুর জরুরি আবেদনবার্তা প্রেরণ। ১৯৭৩ – কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না-থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। ১৯৭৩ – জাতীয় সংসদের শরৎকালীন অধিবেশন সমাপ্ত। ১৯৭৭ – প্রেসিডেন্ট জিয়ার মিসর সফরশেষে ঢাকাণ্ডকায়রো যুক্ত ইশতেহার। ফারাক্কা সমস্যা সমাধানের জরুরি তাগিদ। পশ্চিম এশিয়ায় মিসরের শান্তি প্রচেষ্টায় বাংলাদেশের পূর্ণ সমর্থন ঘোষণা। ১৯৭৭ – বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত। তিনজন অফিসার নিহত। ১৯৭৮ – চট্টগ্রামে পুনর্নির্মিত ওয়ানহাইট ওভারব্রিজ উদ্বোধন। ১৯৯০ – মধুপুরে সড়ক দুর্ঘটনায় ১২জন নিহত। ১৯৯১ – সংসদের সবগুলো বিরোধীদলের এক সভাশেষে শেখ হাসিনা বলেন, বদরুল হায়দার চৌধুরী দলীয় প্রার্থী নন, জাতীয় ঐকমত্যের প্রতীক। ১৯৯২ – রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে চরম উত্তেজনা। বিডিআর মোতায়েন। ১৯৯৪ – কমনওয়েলথ মহাসচিবের মধ্যস্থতায় রাজনৈতিক সংকট নিয়ে সংলাপে দুই নেত্রীর আনুষ্ঠানিক সম্মতি। ১৯৯৬ – ইসলামি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ১৯৯৮ – ২৩ লাখ দুস্থ বন্যার্ত পরিবারকে সাড়ে ৭ লাখ কেজি চাল দেয়া হচ্ছে। ১৯৯৮ – ৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৪৯। ১৯৯৮ – বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের ঋণের কিস্তি তিন মাসের জন্য স্থগিত। ১৯৯৮ – রাজধানীতে ৪ জনের আত্মহত্যা। ১৯৯৮ – খাগড়াছড়িতে খেলা নিয়ে পাহাড়িবাঙালি সংঘর্ষে পুলিশের গুলি, নিহত ২। ১৯৯৮ – জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ছাত্রলীগ থেকে ১৩ জনকে সাময়িকভাবে বহিষ্কার। ক্যাম্পাস পাল্টা গ্রুপের দখলে। ১৯৯৯ – প্রধান মন্ত্রীকে পল্টন ময়দানে গণসংবর্ধনা দান। ১৯৯৯ – শান্তিপুরস্কারে টাকা প্রায় ৬৪ হাজার ডলার বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করা হবে। ২০০০ – ১২টি পৌরসভা নির্বাচনের ৮টিতে আওয়ামী লীগ এবং ৪টিতে বিএনপি প্রার্থী নির্বাচিত। ২০০০ – ঢাকাণ্ডআরিচা মহাসড়কে বিশমাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯। ২০০১ – একুশে টেলিভিশনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত। ২০০১ – একুশে টেলিভিশনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা। ২০০১ – রাষ্ট্রপতি কর্তৃক গাজিপুরে স্কয়ার কোম্পানির কারখানা উদ্বোধন। ২০০১ – সুনামগঞ্জ, সিলেট এবং ভোলায় বোমা বিস্ফোরণে নিহত ৮। ২০০১ – ‘আমেরিকা হামলা করলে পরিণতি রুশদের মতো হবে।-আফগান সরকার প্রধান ওমর। জেসি জ্যাকসনকে মধ্যস্থতার আহ্বান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com