এফএনএস : আজ (মঙ্গলবার) ১৫ মার্চ’২০২২। আমেরিকায় প্রথম সফর শেষে কলম্বাসের স্পেন প্রত্যাবর্তন (১৪৯৩)। মার্কিন কংগ্রেসে ব্রিটিশকে দমনের সিদ্ধান্ত (১৭৭৬)। লোহা ও ইস্পাত চুলির উদ্ভাবক স্যার হেনরি বেসিমার মৃত্যু (১৮৯৮)। ব্রিটিশদের উত্তর নাইজেরিয়া দখল সম্পন্ন (১৯০৩)। বেলজিয়াম রুয়ান্ডার শাসনভার ব্রিটেনের কাছে হস্তান্তর (১৯২১)। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদীনের সমঝোতা চুক্তি স্বাক্ষর (১৯৪৮)। ভারতীয় মিত্রবাহিনীর বাংলাদেশ ত্যাগ (১৯৭২)। সোভিয়েত রাষ্ট্রপতি চেরনেনকোর মৃত্যুর ফলে মিখাইল গরবাচেভ সোভিয়েত কমিউনিষ্ট পার্টির প্রধান নিযুক্ত (১৯৮৫)। ভারতে বিস্ফোরণে টেন নদীতে ছিটকে পড়ে ২২ জন নিহত (১৯৮৭)। বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন (১৯৮৯)। জরুরি অবস্থা ঘোষণায় ব্যর্থ হয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিসাভ জোভিচের পদত্যাগ (১৯৯১)। তুরস্কে ভ‚মিকম্পে ৮শ লোকের প্রাণহানি (১৯৯২)।