রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

এফএনএস : আজ (রোববার) ০১ অক্টোবর, ২০২৩। খ্রিস্টপূর্ব ৩৩১ – মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন। ১১৮৯ – গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন। ১৭৮০ – কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার পত্তন হয়। ১৭৮৭ – সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে। ১৭৯১ – ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন। ১৭৯২ – ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়। ১৭৯৬ – বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়। ১৮৩৮ – প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়। ১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু। ১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়। ১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি চালু। ১৮৬৯ – অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়। ১৮৮৭ – ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়। ১৯০৯ – ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়। ১৯২৭ – খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন। ১৯২৭ – রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়। ১৯৩৮ – নিখিল ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে ফজলুল হকের সভাপতির। ভাষণে হিন্দির পরিবর্তে উর্দুকে ভারতের সাধারণ ভাষারূপে গ্রহণের প্রস্তাব। ১৯৪৬ – ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন। ১৯৪৯ – গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়। ১৯৪৯ – চীনে গণতন্ত্র প্রতিষ্ঠিত। ১৯৫৫ – প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে। ১৯৬০ – নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭২ – ভোটারতালিকা প্রণয়ন শুরু। ১৯৭২ – ভারতীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক নুরুল হাসানের ঢাকায় আগমন। ১৯৭৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ৪৫ মিনিটব্যাপী বৈঠক প্রধানমন্ত্রী শেখ মুজিব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফোর্ডের। ১৯৭৪ – যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়। ১৯৭৭ – বিমান ছিনতাইকারীদের দাবি অনুযায়ী জাপানে জেলে আটক ৬ জন রেড আর্মি বন্দি ও ৬০ লাখ ডলারসহ অপর একটি জাপানি বিমানের ঢাকা আগমন। মুক্তিপণের বিনিময়ে ৫৯ জন জিম্মির মুক্তিলাভ। ১৯৭৮ – এশীয় রাজনীতির মার্কিন বিশেষজ্ঞ ডঃ ওভার হোন্টের ঢাকা আগমন। ১৯৮১ – কলেরা মহামারিতে পাবনায় ৫১ জনের মৃত্যু। ১৯৮৪ – মন্ত্রিত্ব ও জনদলের মহাসচিবের পদ থেকে মাহবুবুর রহমানের বিদায়, মিজান চৌধুরী নয়া মহাসচিব। ১৯৮৪ – সাবেক নৌবাহিনী প্রধান এম, এইচ খানের জনতা পার্টিতে যোগদান। ১৯৮৪ – ঢাকা আন্তর্জাতিক পাট সংস্থার ২য় কাউন্সিল অধিবেশন শুরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com