এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৫ অক্টোবর’২০২৩। ১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা হয়। ১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা। ১৭৯৬ – ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়। ১৮৬৪ – ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়। ১৯০৮ – অস্ট্রিয়া মুসলিম অধ্যুষিত এলাকা বসনিয়া হারজেগোভনা দখল করে নেয়। ১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন। ১৯১১ – পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে। ১৯১৪ – জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়। ১৯২১ – লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ – কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়। ১৯৭০ – পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ – স্টেডিয়ামে কলকাতার ইস্টবেঙ্গল ও ঢাকা একাদশের প্রদর্শনী ফুটবল। ১৯৭২ – চোরাচালানরোধে সীমান্তে নৌ ও সেনাবাহিনী প্রেরণে বঙ্গবন্ধুর নির্দেশ। ১৯৭৩ – বাংলাদেশ-কানাডা ৩৫ লক্ষ ডলার ঋণচুক্তি। ১৯৭৪ – অবিভক্ত বাংলার প্রভিনশিয়াল মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিমের ইন্তেকাল। ১৯৭৫ – প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। ১৯৭৫ – এক অর্ডিন্যান্সবলে রক্ষীবাহিনী বাংলাদেশ আর্মিতে একীভূত। ১৯৭৬ – মাওলানা আতাহার আলী (৮৩)-র ইন্তেকাল। ১৯৭৭ – রংপুর ও দিনাজপুরে ঘূর্ণিঝড়, ২১ জন নিহত, পাঁচ শতাধিক আহত। ১৯৭৮ – ১৭টি বিদেশি দলসহ ঢাকায় ২০তম এশীয় যুব ফুটবল খেলা শুরু। ১৯৭৮ – মিসরীয় স্বাস্থ্য প্রতিনিধিদলের আগমন। ১৯৮১ – চিনা সামরিক প্রতিনিধিদলের ঢাকা আগমন। ১৯৮২ – ঢাকার ইংরেজি বানান উধপপধ থেকে উযধশধ পরিবর্তন। ১৯৮৪ – প্রবীণ সাংবাদিক মুজিবর রহমান খাঁ (৭৪)-এর ইন্তেকাল। ১৯৮৫ – সাবেক প্রেসিডেন্ট বিচারপতি আবদুস সাত্তারের ইন্তেকাল। ১৯৮৯ – ইডেন কলেজ টয়লেটে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার। ১৯৮৯ – কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন। ১৯৯০ – একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়। ১৯৯১ – প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি পদপ্রার্থী বদরুল হায়দার চৌধুরীর বৈঠক। ১৯৯১ – পাঁচদল নেতারা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। ১৯৯৩ – যশোর বোর্ডের এইচএসসির ফল প্রকাশ। পাশের হার ৪৩.৩১। ১৯৯৪ – সংলাপে মধ্যস্থতার জন্য কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধি হিসেবে সাবেক অস্ট্রেলীয় গভর্নর স্যার নিনিয়ান স্টিফেনকে মনোনয়ন। ১৯৯৪ – ঝালকাঠিতে প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। ১৯৯৪ – বিভাগ ঘোষণার দাবিতে বগুড়ায় হরতাল। ১৯৯৮ – দুদিনে পাঁচারের হাত থেকে ৪৬ নারী ও শিশুকে উদ্ধার। ১৯৯৮ – বাংলাদেশ ৬টি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চুক্তি; নির্যাতন বিরোধী কনভেনশন; মহিলাদের রাজনৈতিক অধিকার সংক্রান্ত কনভেনশন; বিবাহের সম্মতি নূন্যতম বয়স ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কনভেনশন।