সোমবার, ১৩ মে ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

এফএনএস : আজ (বুধবার) ২৫ অক্টোবর ২০২৩। ১১৫৪ – দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন। ১৭৬০ – তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন। ১৮২৫ – ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে। ১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে। ১৯৩৬ – ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে। ১৯৪৫ – চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন। ১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়। ১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে। ১৯৬৪ – স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে। ১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন। ১৯৭৩ – ফরিদপুরের বালিয়াকান্দি থানা লুট। ১৯৭৪ – বাংলাদেশের সাহায্য দাবি বিবেচনার জন্য প্যারিসে বিশ্বব্যাংকের বৈঠক। ১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়। ১৯৭৬ – প্রবীণতম আইনজীবী নাজিরুদ্দীন আহমদ (৯১)-র ইন্তেকাল। ১৯৭৬ – পশ্চিম জার্মানির সহিত কারিগরি চুক্তি। ১৯৭৭ – বগুড়া-ঢাকার ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা অভিনন্দিত। ১৯৭৭ – বঙ্গভবনে শিল্পী সমাবেশে জিয়া, বাংলাদেশী জাতীয়তাবাদই হবে শিল্প সংস্কৃতির প্রেরণা।’ জাতীয় শিল্পণ্ডসংস্কৃতি পরিষদ গঠনের ঘোষণা। ১৯৭৭ – রাজধানীতে মহিলা মিছিল। ১৯৭৭ – কৃষকনেতা হাতেম আলী খানের ইন্তেকাল। ১৯৭৭ – নির্বাচন কমিশনের ঘোষণা, ‘ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন। ১৯৭৮ – জয়দেবপুরে আইআরডিপির প্রশিক্ষণ শিবির উদ্বোধন। ১৯৭৯ – দিনাজপুরে মন্ত্রিপরিষদের বৈঠক। ১৯৮০ – ৫ দফা দাবিতে সরকারের সাথে সমঝোতায় সংবাদপত্র পরিষদের কালোদিবসের কর্মসূচি প্রত্যাহার। ১৯৮১ – মেঘনা ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিমজ্জিত। ৫ জনের মৃত্যু। ১৯৮২ – মেজর জেনারেল শামসুজ্জামানকে কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ। ১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়। ১৯৮৩ – ওয়াশিংটনে প্রেসিডেন্ট রিগ্যানের সঙ্গে এরশাদের বৈঠক। পিএল ১৮০তে সাড়ে ৬ কোটি ডলারের খাদ্যসাহায্য চুক্তি। ১৯৮৩ – গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ। ১৯৮৪ – নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল সুলতান আহমদ যোগাযোগমন্ত্রী। ১৯৮৪ – ঢাকায় ইউপি চেয়ারম্যান সম্মেলনে প্রেসিডেন্ট এরশাদের ভাষণ। ১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন। ১৯৮৯ – মাদকাসক্তি চিকিৎসায় পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণে প্রসিডেন্টের নির্দেশ। ১৯৮৯ – ‘বন্যাসমস্যা সমাধানে জাতিসংঘ বাংলাদেশকে সাহায্য দেবে।’-কুয়েয়ার। ১৯৯০ – শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যাদেশ ‘৯০ বাতিলের দাবিতে সর্বদলীয় ছাত্রঐক্যের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৯৯১ – উপজেলাব্যবস্থা বাতিল অধ্যাদেশ চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন। ১৯৯১ – রাষ্ট্রপতি নির্বাচন আইন ‘৯১ চ্যালেঞ্জ করে আনীত রিট আবেদনের রুল জারি প্রশ্নে আদালত দ্বিধাবিভক্ত। ১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়। ১৯৯৪ – সরকার ও বিরোধীদলের মধ্যে বহুল আলোচিত সংলাপ ভেঙে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com